বিভিন্ন ঘটনাকে কল্পনায় সাজিয়ে শব্দের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি। পাঠকরা গল্পের কোন বিষয়বস্তু কে স্বআয়ীত্বাধীনরূপে গ্রহন করতে পারবেন না।আমাদের উদ্দেশ্য শুধু এন্টারটেইনমেন্ট করা। কোন জাতি, ধর্ম, বর্ণ, কে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। কোন জায়গা, নাম, চরিত্র,ছবি সবকিছু কাল্পনিক। আমরা সমাজে কোন রকমের বিরূপ প্রভাব বিস্তার করার জন্য অনুপ্রেরণা দিচ্ছি না, পাঠকের মনে কল্পনায় আনন্দ অনুভূতি দেওয়া আমাদের উদ্দেশ্য। ওয়েবসাইট বিভিন্ন পর্যায়ের গল্প ভাণ্ডারে পরিপূর্ণ। পাঠকরা নিজ মানসিকতার দায়িত্ব আয়ত্বাধীনে রেখেই গল্প পড়বেন। গল্পে উল্লেখিত কোন ধরণের বক্তব্য কিংবা মন্তব্য পাঠকের মনে ও চরিত্রের বিরূপ প্রতিক্রিয়ার জন্য আমরা কোনভাবেই দায়ী নয়। উল্লেখ্য কোন কিছুর পাঠকের তরফ থেকে উলঙ্ঘন হলে এরজন্য পাঠকগণ নিজেই দায়বদ্ধ থাকবে। একজন পাঠক আঠারো বছরের উর্ধে থাকা বাধ্যতামূলক।
আমি মায়াবীনি, বাস্তবিক পৃথিবীতে আমার কোন শারীরিক অস্তিত্ব নেই। তবে সবার কল্পনামিশ্রিত জগতে আমি পরমাসুন্দরী এক মনোহরীনী নারী। আমি সবার কল্পনাকে গোপনে গোগ্রাসে আমার অধীনস্থ করে নেব ও বিনিময়ে কল্পনায় সবাইকে স্পর্শানুভূতি দেব।