অভিযোগ

আঘাতের উপর আঘাত,
,পাহাড় কেন ভাঙে না।

ঢেউ এর উপরে ঢেউ ,
প্রকৃতি কেন থামে না। 

মরুভূমির ছলনা মরীচিকায়,
মতিভ্রম পতঙ্গ ঝাপিয়ে পড়ে।

যুগে যুগে অসুর জন্মে ধরায়,
অবশেষে জরাজীর্ণ হয়েই মরে

আধার রাতে কৃষ্ণা আসেন 
রাধা ও সঙ্গে লীলায় ভাসেন। 

এই ভুবনময় শুধু মদন মোহন,
ছলনা ভরা এতে সারাক্ষণ ।

সূর্য, চন্দ্র সাক্ষী,
নেই কোন রক্ষী। 

বৃষ্টি প্রকৃতিকে ছুয়ে ভূমিতে সর্বস্ব উজার করে লুটিয়ে
 পড়ে, 
নিঃসঙ্গ রাধা কৃষ্ণ কে মনে করে চোখের জল বষ্টিতে লুকিয়ে ধরায় গড়িয়ে পড়ে।

(1) Comments
Write a comment
disawar satta king