বিধবার আস্ফালন।
28 August 2020
আঘাতের উপর আঘাত,
,পাহাড় কেন ভাঙে না।
ঢেউ এর উপরে ঢেউ ,
প্রকৃতি কেন থামে না।
মরুভূমির ছলনা মরীচিকায়,
মতিভ্রম পতঙ্গ ঝাপিয়ে পড়ে।
যুগে যুগে অসুর জন্মে ধরায়,
অবশেষে জরাজীর্ণ হয়েই মরে
আধার রাতে কৃষ্ণা আসেন
রাধা ও সঙ্গে লীলায় ভাসেন।
এই ভুবনময় শুধু মদন মোহন,
ছলনা ভরা এতে সারাক্ষণ ।
সূর্য, চন্দ্র সাক্ষী,
নেই কোন রক্ষী।
বৃষ্টি প্রকৃতিকে ছুয়ে ভূমিতে সর্বস্ব উজার করে লুটিয়ে
পড়ে,
নিঃসঙ্গ রাধা কৃষ্ণ কে মনে করে চোখের জল বষ্টিতে লুকিয়ে ধরায় গড়িয়ে পড়ে।
(1) Comments
Nesha sikawat
Kub vlo
Write a comment