জটিল

আমাকে রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়া
নাে হতাে,

বয়স আমার 36 বছর, পুরোনো জিনিস খুজাই  আমার কাজ, আমার বিয়ের আগে সূচিক নামের এক ছেলের  এর সঙ্গে সম্পর্ক ছিলাে, বাবা আচমকা বিয়ে ঠিক করে, বিয়ে দিয়ে দেন রােনিত এর সঙ্গে, বিয়ের  প্রায় '6' বছর হয়ে গেছে ।

হঠাৎ একদিন একটা   ঘটনা ঘটে সবকিছু  কেমন পাল্টে যায়, দিনটি ছিল  আমার জন্মদিন রােনি সেদিন ও  'out of state'. As well as - রােনির মনে নেই আমার কথা,দুপুরবেলা  আমার কাছে একটি বক্স আসে,

খুলে দেখি একটা ম্যাপ, আমি  বুঝলাাম এ রাোনির   surprise প্ল্যান, তাই ওই ম্যাপ দেখে চলে যাই, খুঁজে বের করে পাই একটা dark পার্কিং প্লট, আমি ও যাই,

এরপরে কিছু মনে নেই, ঘুম ভাঙাার পর এইটুকু clear মনে আছে, তবে এখন প্রবলেম হলাে,অমি সূচিক এর সঙ্গে ওর ঘরে আছি, সুচিক বলছে 6 বছর আগে বিয়ে হয়েছে আমাদের, তবে আমার যেটুকু মনে হয়।

আমার বিয়ে  রােনির  সাথে হয়েছে, তবে সূচিক বলে রােনি আমার পুরনাে প্রেমিক ছিলাে, আমি মনে করতে পারছি, রােনিত এর কিছু শারীরিক সমস্যার  জন্য মা হতে পারছিলাম না, ডক্টর ও দেখিয়েছিলাম, এই নিয়ে আমাাাাদের সম্পর্কে ও অধিক 
টানাপােড় ছিলাে, একদিন coffe হাউসে সূচিক সঙ্গে দেখা
করেছিলাম ওকে বলেছিলাম রােনিত আর আমার বিষয়
নিয়ে! সূচিক বলেছিলাে সবকিছু   ঠিক হয়ে যাবে

---- এখন সবাই বলছে সূচিক আর আমি স্বামী স্ত্রী, রাতের খাবার খেয়ে আমার কিছু মনে নেই, ঘুমের মধ্যে হারিয়ে যাই ৷ আমাদের এখন দেখি বাচ্চা ও আছে।

আমি কিছু বুঝতে পারছি না, আসল সত্য টা কি? সবকিছু অদ্ভুত এক গোলমেলে রহস্য ।

( গল্পটা পড়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন) 

 

(1) Comments
Write a comment
disawar satta king 91 club Hdhub4u Hdhub4u