কোন একদিন

আমাকে দাও একবিন্দু আগুনের চিলতে ,
আমি স্ব ইচ্ছে চাই তোমার প্রেমের পাদরের উষ্ঞতায় জ্বলতে।

নষ্ট করে দিই ওই সময় গোনার ঘড়ি, 
সবভূলে তোমাকে সংগোপনে একটু আদর করি। 

কবিতা গল্পের জানা আমার অনেক ছন্দ, 
প্রকৃতিতে মিশে আছে তোমার শরীরের গন্ধ। 

উড়াল দেবার স্বপ্ন,খাচার ভেতর থেকেই আমার দেখা ওই নীল আকাশ!
আমি নিশ্চিত যে কোন একদিন শরীর ছুঁয়ে যাবে তুমার গন্ধ মেশানো বাতাস।

(3) Comments
Write a comment
disawar satta king