মৃতদেহ! জীবন্ত।

আমি তোমার দিকে তাকালেই তোমার ভেতর এক হিংস্র মৃতদের দেখতে পাই। 
মৃতদেহের অস্তিত্বটা আমি তোমার মধ্যে অনেক দিন থেকেই দেখছি। 

তবে একটা আশ্চর্য অনুভূতি হলো এই মৃতদেহ এখনও জীবন্ত। চারপাশে পচনের কোন গন্ধ নেই। 

আমি তোমাকে অনেকবার আকার ইঙ্গিতে বুঝাতে চেষ্টা করেছি যে তুমি একটি মৃতদেহ বয়ে চলাফেরা করছো। 

কতবার বুঝিয়েছি এই মৃতদেহ টি আসলে আমার,মরে গিয়েও যে পিছু ছাড়ছে না তোমার। 

দেহটি হাজার বছর এর অপেক্ষায় জরাজীর্ণ হয়েই শুকিয়ে তোমাতেই মিশে গেছে।

সময় ঠিক চলে যায়,নদীর স্রোতের ন্যায়, মৃতদেহ আজ ও একরকম পড়ে আছে অবহেলায়।

(1) Comments
Write a comment
disawar satta king